কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর রিয়াজ উদ্দিন (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে টেকনাফ কচ্ছপিয়ার ফিনিস ভাঙ্গা নৌঘাঁট সংলগ্ন সমুদ্র থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। জেলে রিয়াজ উদ্দিন টেকনাফ বাহারছড়া কচ্ছপিয়ার মৃত মো. হাসানের ছেলে।
স্থানীয় জেলেরা জানান, গত বুধবার দুপুরের দিকে সমুদ্র সৈকতে মাছ ধরতে গেলে পানির স্রোতে তিনি ভেসে গিয়ে নিখোঁজ হন। একদিন পর বৃহস্পতিবার ভোরে সমুদ্র সৈকতের বাহারছড়া কচ্চপিয়া সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা এসে তার লাশ উদ্ধার করে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুর্জয় বিশ্বাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।












