নিখোঁজের এক সপ্তাহ পর টেকনাফে হ্নীলায় পাহাড়ের পাদদেশ থেকে মো. রিদুয়ান নামে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালে হ্নীলা ইউনিয়নের আলীখালী পাহাড়ি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলীখালী এলাকার কালা চানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নিহত রিদুয়ান ডাকাত ও অপহরণকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, এক রাখাল গরু নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ এবং নিহতের স্বজনরা পাহাড়ে গিয়ে মৃতদেহটি শনাক্ত করে এবং পুলিশ রিদুয়ানের মৃতদেহ উদ্ধার করে।
নিহতের বড়ভাই ছৈয়দ আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করছেন রিদুয়ানের পরিবার। তবে স্থানীয়রা দাবি করেছেন, নিহত রিদুয়ান একজন ডাকাত ও অপহরণ চক্রের সক্রিয় সদস্য।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতও একজন ডাকাত। তার বিরুদ্ধে অপহরণসহ টেকনাফ থানায় ৯টি মামলা রয়েছে।