টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ আটক দুই

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গত মঙ্গলবার সন্ধ্যায় সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৭ নং ওয়ার্ডের মাঝেরপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, একই এলাকার আবুল হোসেনের ছেলে মোস্তাক আহম্মদ ও মোছা আকবরের ছেলে আবুল হোসেন। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদক ইয়াবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের প্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতদের হেফাজত হতে সর্বমোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের আরও দুই সহযোগী পালিয়েছে বলে স্বীকার করেন। র‌্যাব কর্মকর্তা আরও জানান, ইয়াবাসহ আটক ও পলাতক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলামায় ৩ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের সেমিনার