টেকনাফে দুপক্ষের গোলাগুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে দুই পক্ষের গোলাগুলিতে আব্দুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হোয়াইক্যং নয়াবাজার সংলগ্ন পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার আব্দু ছালামের ছেলে। টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, মাদক পাচার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে টানা আধ ঘণ্টাব্যাপী গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়। পরে নিহতের স্বজনরা প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধজাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধ৩৭ সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত