টেকনাফ কক্সবাজার প্রধান সড়কের উঠোনি নামক স্থানে যাত্রীবাহী মিনিবাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে টেকনাফ সদর ইউপি বড়ইতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো.সালাউদ্দিন। তিনি টেকনাফ সদর ইউপি ৯নং ওয়ার্ড কেরুনতলী এলাকার মৃত আলী আকবরের ছেলে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হালিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে নিহত যুবকের লাশ উদ্ধার করে।