টেকনাফে পাহাড়ি জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কানজরপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায়, উপজেলার কানজরপাড়া এলাকার শহর মুল্লুকের ছেলে একাধিক মামলার আসামি নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেন ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে ডাকাত দল শাহাবুদ্দিন গ্রুপের প্রধান শাহাবুদ্দিন এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তারসহ সরকারি জমি দখল নিতে প্রায়ই ঝগড়া–বিবাদে লিপ্ত থাকে। কয়েকমাস আগেও দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি ও উভয়ের বাড়ি–ঘরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জের না যেতেই মঙ্গলবার বিকাল ৩টার দিকে সরকারি পাহাড় দখল নিতে উভয় গ্রুপের মধ্যে ৫০–৬০ রাউন্ড গোলাগুলি হয়। এতে নবী হোসেন গ্রুপের তিনজন ও শাহাবুদ্দিন গ্রুপের তিনজন গুলিবিদ্ধ হয়।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহজালাল বলেন, বিকাল ৩টার দিকে কানজরপাড়া বাজারে নবী হোসেন ও শাহাবুদ্দিন গ্রুপ গোলাগুলিতে লিপ্ত হয়। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনি বলেন, ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশের দুটি টিম ওই এলাকায় পাঠানো হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম করে কেউ রেহাই পাবে না। অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।