কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ইয়াবার চালান আনার জেরে দুই মাদক কারবারি গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়ায় রাত ১০টার পর দুই ঘণ্টা দুই গ্রুপের মধ্যে তিন শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হ্নীলা পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা শীর্ষ মাদক কারবারি রমিজ ও আরমানের নেতৃত্বে প্রতিদিন ভারী অস্ত্রের মহড়ায় ও রোহিঙ্গা ডাকাতদের সহযোগিতায় মিয়ানমার থেকে ইয়াবার চালান দেশে আসে। এ দুই গ্রুপ সীমান্তের একই পয়েন্ট দিয়ে ইয়াবার চালান আনা-নেওয়া করায় তাদের মধ্যে সংঘর্ষ বাধে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে হ্নীলা পূর্ব সিকদার পাড়ায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ শুরু করছে।