টেকনাফে তিন ছিনতাইকারী আটক

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ১ মে, ২০২২ at ৫:২৫ অপরাহ্ণ

টেকনাফে র‌্যাব-১৫ অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারীকে আটক করেছে। শনিবার রাতে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোড উত্তর লম্বরী টেকনাফ সী-বিচ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হচ্ছে- টেকনাফ উপজেলার সদর ইউনিয়ন উত্তর লম্বরী গ্রামের মো. ইব্রাহীম (২২), সাবরাং ইউনিয়ন আলীর ডেইল গ্রামের আব্দুল খালেক (১৯) ও সেন্টমার্টিন ইউনিয়ন খোনারপাড়ার মো. সাহাব উদ্দিন (২২)।

আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১ টি রামদা ও ১ টি লোহার চেইন দিয়ে বানানো বিশেষ অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১৫ কক্সবাজারের সিপিসি-১ এর একটি আভিযানিক দল টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোড উত্তর লম্বরী টেকনাফ সী-বিচ এলাকায় (৩০ এপ্রিল) শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পলায়নের চেষ্টাকালে তিনজনকে দেশীয় তৈরি অস্ত্রসহ আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী এবং নিজের দখলে দা, ছুরি, চাকু (অস্ত্র) রেখে বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৪২ হাজার ইয়াবাসহ আটক ২
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গরু চুরি, পরে জবাই করে বিক্রি