টেকনাফে তিন কোটি টাকার ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া সংলগ্ন চর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এক মাদক পাচারকারীকে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবা প্রায় ৩ কোটি টাকা মূল্যের। আটক মাদক পাচারকারীকে টেকনাফ থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। মাদক পাচার রোধে কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধহাদির বিচার নিশ্চিত না করে নির্বাচন হবে না : ইনকিলাব মঞ্চ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৬