টেকনাফে তর্কাতর্কির পর গুলিতে নিহত ১

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ১১:৫৯ অপরাহ্ণ

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে ইমান হোসেন নামের একজন নিহত হয়েছে। ইমান হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শালবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে। আজ রবিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, নয়াপাড়া রোহিঙ্গা ক‍্যাম্প-২৬ (শালবাগান) আই/৯ ব্লকের পাশে স্থানীয় ডাকাত গ্রুপের প্রধান খালেকের সাথে অপর সন্ত্রাসী ইমান হোসেনের তর্ক হয়। ইমান হোসেনকে খালেকের র‍্যাবের সোর্স বলাকে কেন্দ্র করে এ তর্কাতর্কি চলতে থাকে।
তর্কাতর্কির একপর্যায়ে খালেক, তার সহযোগী আপন ভাই গুরা পুতিয়া ও অপর সহযোগী সৈয়দ নূর মিলে ইমান হোসেনকে পাহাড়ের পাশে টানাহেঁচড়া করে নিয়ে যায়। পরে সেখানেই খালেক সরাসরি এক রাউন্ড গুলি করে ইমান হোসেনকে লক্ষ্য করে।
উক্ত গুলিতে ইমান হোসেন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে খালেক ছুরিকাঘাতের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শালবাগান ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
এদিকে, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গুলিবিদ্ধ একজনের মৃতদেহ উদ্ধার করেছে।
তিনি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত ইমান হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকঠোর লকডাউনে সব ফ্লাইট বন্ধ
পরবর্তী নিবন্ধলকডাউনে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া যাবে যেভাবে