টেকনাফে ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার ৬

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

টেকনাফে হুরাইরা ডাকাত গ্রুপের প্রধান আবু হুরাইরাসহ তিন শীর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৬ টি অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে শাপলাপুরের মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার মৌলভী মকসুদুর রহমানের ছেলে আবু হুরাইরা মোহাম্মদ (২৬), একই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে মোরশেদ আলম (২১) ও ঝুমপাড়ার হায়দার আলীর ছেলে নুরুল ইসলাম (৩৮)।

র‌্যাব জানা যায়, ডাকাত আবু হুরায়রা এবং তার সহযোগীকে গ্রেপ্তারের জন্য র‌্যাব গোয়েন্দা তৎপরতা বাড়ায়। বিশেষ নজরদারির একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল টেকনাফের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকার ঝাউবাগানের ভিতর মাটির নিচে পুতে রাখা ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৭ জুন টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও গত ১৮ জুন টেকনাফের হোয়াইক্যং-শাপলাপুর সড়কের শাপলাপুর ঢালার মুখে একদল সংঘবন্ধ ডাকাত রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতি করে। এসব ঘটনায় অজ্ঞাতদের আসামি করে টেকনাফ থানায় মামলা হয়।

গত ২০ ও ২১ জুন র‌্যাব ৬ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকেই দুই ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ডাকাত চক্রের মূলহোতা আবু হুরাইরাসহ তার ডানহাত হিসাবে মোরশেদ ও নুরুল ইসলামের কথা স্বীকার করে।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে বর্ণাঢ্য আয়োজন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বাস্তবায়ন হচ্ছে এলজিইডির ১৪টি প্রকল্প