টেকনাফে ট্রলারডুবে নিখোঁজ অর্ধশতাধিক, উদ্ধার ৩৪

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ১১:২৫ পূর্বাহ্ণ

অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় চারজন বাংলাদেশি ও ৩০ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। ট্রলারটিতে ৮৫ জন যাত্রী ছিল।

আজ মঙ্গলবার সকালে টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন।

তিনি জানান, সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। ওই ট্রলারে ৮৫ জন যাত্রী ছিল। ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধসম্প্রীতি ও সৌহার্দের বন্ধন আরো সুসংহত হোক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন ২৫ জনের করোনা শনাক্ত