কক্সবাজারে টেকনাফে একটি টুরিস্ট বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টেকনাফের লেদা বিজিবি ক্যাম্পের কাছে ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী নুরুল আজিম বাবু।
তিনি বলেন, টেকনাফগামী পায়রা সার্ভিস (কক্সবাজার -জ -১১ -০১৭৯) নামের একটি টুরিস্ট বাসকে দ্রুতগতিতে আসতে দেখা গেছে। পরে লেদা ব্রিজের পাশে ৭-৮ বছর বয়সের দু’জন রোহিঙ্গা শিশু রাস্তা পার হওয়ার চেষ্টা করলে তখন দ্রুতগতিতে আসা পায়রা সার্ভিস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে এ দুই শিশু নিহত হয়। এ বাসের ভেতর সবাই টুরিস্ট ছিল।
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
তবে নাম-ঠিকানা জানাতে পারেনি।












