টেকনাফে জেলের বড়শিতে ২৫ কেজি ওজনের কোরাল

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে জেলে আবদুল আমিনের বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। গত শুক্রবার বিকালে শাহ পরীর দ্বীপ জেটিতে মাছটি বড়শিতে ধরা পড়ে। রোববার (৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জেলে আবদুল আমিন বলেন, নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকায় অনাহারে দিনাতিপাত করছে জেলেরা। অনেকেই বড়শি দিয়ে মাছ ধরে জীবন নির্বাহ করছে। সমপ্রতি বড়শিতে বড় বড় কোরাল ধরা পড়ছে। তাই গত শুক্রবার বিকালে জেটিতে বড়শি নিয়ে মাছ ধরতে যায়। প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর বড়শিতে বড় একটি কোরাল মাছ ধরা পড়ে। পরে সেটির ওজন মাপা হলে ২৫ কেজি হয়। মাছটি সাবরাং ইউনিয়ন পরিষদের বাজারে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলম ২৭ হাজার টাকায় কিনে নেন।

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীতে প্রায় বড় বড় কোরাল মাছ ধরা পড়ে। যার সুস্বাদু অতুলনীয়। এছাড়া কোরাল মাছের দামও ভাল পাওয়া যায়। সরকারি নিষেধাজ্ঞা যথাযথ পালন করায় নাফ নদীতে মাছের সংখ্যা বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে চার থানার ওসি প্রত্যাহার
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু