টেকনাফে জীর্ণ বাড়ি থেকে ৬৯ বোমাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

টেকনাফে সীমান্ত এলাকা থেকে ৬৯টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে বিজিবি। গত শনিবার দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চাঁদপুরের মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) ও নারায়ণগঞ্জ বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে কতিপয় দুষ্কৃতকারী দেশীয় বোমা তৈরির সরঞ্জামাদিসহ অবস্থান করছে। এ তথ্যের প্রেক্ষিতে আনুমানিক রাত ৩টার দিকে বিজিবি ওই এলাকার কয়েকটি জরাজীর্ণ টিনশেড বাড়িকে ঘিরে অভিযান পরিচালনা করে। কঠোর নিরাপত্তায় আশপাশের এলাকা ঘিরে ফেলে বিজিবি। প্রায় ৩ ঘণ্টা ধরে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি জরাজীর্ণ বাড়ির পরিত্যক্ত অংশ থেকে তৈরিকৃত ৬৯টি হাত বোমা, দেড় কেজি সালফার, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনা তার এবং ১টি প্লাসসহ দুজন দুষ্কৃতকারীকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ডাকাত সন্দেহে দুইজনকে গণধোলাই