টেকনাফে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আবদুল নবী (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে টেকনাফের হ্নীলা ৬নং ওয়ার্ড লেচুয়াপ্রাং এলাকার ছৈয়দ হোছন প্রকাশ গুরা মিয়ার বাড়ির পাশে তার ছেলে আব্দুল নবী ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় নুর হোছনের ছেলে আবছার উদ্দিন এবং তার সহযোগী পেঠান আলীর পুত্র আব্দুল হকের নেতৃত্বে একটি গ্রুপ এসে আব্দুল নবীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। এ সময় আব্দুল নবীকে উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কঙবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। কঙবাজার হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা পরস্পর আত্নীয়-স্বজন। তাদের মধ্যে বসত-ভিটা ও জমি নিয়ে মতবিরোধ ও মামলা চলে আসছে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের পরিবার পোস্টমর্টেম শেষে মৃতদেহ দাফনের পর এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।