কঙবাজারের টেকনাফের বরইতলী এলাকায় কারবারি এক রোহিঙ্গাসহ দুই চোরাকারবারীকে বিপুল পরিমাণ বার্মিজ চোরাচালানি মালামালসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক হওয়া ব্যক্তিরা হলেন- টেকনাফ হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর লেদা ক্যাম্পের ৫৫৫নং ব্লকের আমির উল্লাহর ছেলে ওসমান (২৭) ও টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাঠপাড়া এলাকার বদিউর রহমানের ছেলে মো. ইদ্রিস (২২)। তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানি মালামাল টেকনাফ শুল্ক গুদামে জমা করে আটককৃত আসামিদের ট্রাক ও মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।