চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়েজ উদ্দিন নামের পাচারকারীকে আটক করেছে পুলিশ। ১১ জুলাই রবিবার ভোররাত আড়াই টার সময় টেকনাফ উপজেলার হ্নীলা রোজার ঘোনা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তিনি স্থানীয় আব্দুর রহিমের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে রবিবার ভোররাতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলমের একটি টিম হ্নীলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড রোজার ঘোনা গ্রামের ফয়েজ উদ্দিনের বসত ঘরে অভিযান পরিচালনা করে। এতে বসত ঘরের আলমারির নিচে দুটি প্যাকেট পাওয়া যায়। পরে ওই প্যাকেট খুলে চার হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় ঘরের মালিককে আটক ও ইয়াবাগুলো জব্দ করা হয়। এ সংক্রান্ত একটি মামলা রুজু করা হয় বলেও জানান ওসি মো. হাফিজুর রহমান।











