টেকনাফে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

জমি বিরোধের জের

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ৪:২৬ পূর্বাহ্ণ

টেকনাফে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক আবদুর রহমান টেকনাফ সাবরাং লাফার ঘোনা আবদুল মজিদ বাড়ির জাফর আলমের ছেলে। গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিঃসন্তান আবদুল মজিদের জমি অপর ভাই আবদুল কুদ্দুছ মেম্বার কৌশলে রেজিস্ট্রি দলিল মূলে দখল করেন। এতে অন্যান্য ভাই ও ভাতিজাদের মধ্যে এই নিয়ে বিরোধ শুরু হয়। পরে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গতকাল সোমবার দুপুরে আবদুল মজিদের ঘরে বৈঠক বসে। উক্ত বৈঠকে প্রতারণা করে দলিল সৃজন নিয়ে মতবিরোধের জেরে আবদুল মজিদের অপর ভাই মৃত মাওলানা ছলিম উল্লাহর ছেলে মুজিব উল্লাহ ও আবদুল কুদ্দুছ মেম্বারের ছেলে মো. ইসমাইলের মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে অপরভাই জাফর আলমের ছেলে আবদুর রহমান (৩০) তাদের থামাতে গেলে চাচাতো ভাই ইসমাইলের চুরিকাঘাতে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। টেকনাফ মডেল থানা পরিদর্শক (অপারেশন) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধ২২০ বছর ধরে টিকে আছে যে ভবন
পরবর্তী নিবন্ধস্বামী ও ভাসুরের তিনদিনের রিমান্ড