টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত রোহিঙ্গাসহ ১৫ জন উদ্ধার

অপহরণকারী চক্রের দুজন আটক

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

কক্সবাজার টেকনাফ বাহারছড়া গহীন পাহাড়ের চূড়া থেকে ১০ রোহিঙ্গাসহ ১৫ জনকে উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোরে টেকনাফ বাহারছড়া মধ্যম কচ্ছপিয়া পাহাড়ের চূড়া থেকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, বাহারছড়া কচ্ছপিয়া এলাকার মো. হারুন (২৫) ও একই এলাকার নুর মোহাম্মদ (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পুলিশ সুপার রহমত উল্লাহ। তিনি জানান, পাচারকারী চক্র দীর্ঘ যোগাযোগের পর পরস্পর যোগসাজশে ভুক্তভোগীদের মালয়েশিয়া নেয়ার কথাসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাহাড়ের আস্তানায় বন্দি করে রাখে। তারপর পরিবারের লোকজনের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। এই খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে গহীন পাহাড়ে অভিযানে যায়। এক পর্যায়ে আস্তানা থেকে জিম্মিদের উদ্ধার করতে সক্ষম হয়। এসময় আরো কয়েক অপহরণকারী পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। পুলিশ সুপার বলেন, নানা কৌশলে ভুক্তভোগীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে চক্রগুলো। তারা দীর্ঘদিন ধরে পরস্পর বাংলাদেশী ও বাস্তুচ্যুত রোহিঙ্গা শরাণার্থীদের নিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।

পূর্ববর্তী নিবন্ধচোরাই গরু আনতে গিয়ে সীমান্তে মাইন বিস্ফোরণ, আহত ৩
পরবর্তী নিবন্ধদুর্নীতির অভিযোগ প্রমাণ করুন : হাসনাত