টেকনাফে খাল থেকে টেক্সি চালকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

টেকনাফে খাল থেকে মো. ছৈয়দ (৩০) নামে এক সিএনজি টেক্স্মি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পালংখালী চাকমারকুল খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিএনজি চালক পালংখালীর বাসিন্দা বলে জানান পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। এই ঘটনায় তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবন কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষ, আহত ৮ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি বর্ষণ
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালের বারান্দা থেকে শিশু নিখোঁজ