টেকনাফে ক্রিস্টাল মেথ ও ১৪ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ৯ মে, ২০২১ at ১২:৪৮ পূর্বাহ্ণ

টেকনাফে ১৪ হাজার পিস ইয়াবা, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ ও পাচারকাজে ব্যবহৃত প্রাইভেট কার সহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ওসমান গনি টেকনাফের মধ্য গোদার বিল এলাকার মো. রফিকের ছেলে।
শনিবার (৮ মে) দুপুরে টেকনাফের উত্তর লম্বরী ২নং ওয়ার্ডের মেরিন ড্রাইভ রোডে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, পুলিশের একটি দল টেকনাফের উত্তর লম্বরী ২নং ওয়ার্ডের মেরিন ড্রাইভ রোডে অভিযান চালায়। স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে অভিযানে ওসমান গনির কাছ থেকে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রিমিও সাদা প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার
পরবর্তী নিবন্ধবন্ধ হচ্ছে আজ থেকে পুনরায় শুরু ঈদের পর