রহস্য উন্মোচন হয়নি এখনো

টেকনাফে করিম উল্লাহ হত্যা

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কচ্ছপিয়া এলাকায় ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া হাজী করিম উল্লাহর মৃত্যু রহস্য উন্মোচন হয়নি। অবশেষে থানায় মামলা দায়ের করেছেন স্ত্রী মুরশিদা বেগম। গতকাল ১৭ সেপ্টেম্বর সকালে টেকনাফ মডেল থানার লিখিত এজাহার দিয়েছেন তিনি।
এতে উল্লেখ করা হয়, টেকনাফ পৌর সভার ৯ নং ওয়ার্ড কুলাল পাড়ার মৃত হাজী সব্বির আহমদের ছেলে করিম উল্লাহর মৃতদেহ গত ১৫ সেপ্টেম্বর সকালে কঙবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কচ্ছপিয়া গ্রামের একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়। এর আগে ১৪ সেপ্টেম্বর রাতে দাওয়াতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং রাতে আর ঘরে ফিরে আসেননি। পরদিন সকালে মৃত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ঘটনার চার দিন পর একটি এজাহার দায়ের করেছেন স্ত্রী মুরশিদা বেগম।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, হাজী করিম উল্লাহকে রাতে টেকনাফ সদরের মাঠপাড়ার মেয়ের ঘর থেকে অটোরিকশা যোগে ফিরে আসতে দেখেছেন। ওখানে তিনি আসার পথে ইসলামাবাদে কোথাও যাওয়ার কথাও বলেছেন। তিনি কোনো অটোরিকশা নিয়ে যাতায়াত করেছেন বা দাওয়াতে কোথায় গিয়েছিলেন সেই বিষয়গুলো চিহ্নিত করতে পারলে এ হত্যা রহস্য উন্মোচন করা যাবে বলে মনে করছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিল নুরুল বশর নুরশাদ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, দাওয়াতের সূত্র ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিষয়টি তদন্ত করে হত্যা রহস্য উন্মোচন করতে তৎপরতা চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধআগামী দিনের ছাত্র রাজনীতি হতে হবে জ্ঞান নির্ভর : কাদের