টেকনাফে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত শনিবার এই অভিযান চালানো হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব–১৫ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
র্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় একটি বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পালানোর চেষ্টাকালে ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় একজন পালিয়ে যায়। পরে ওই বসতঘরে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকরা হলেন টেকনাফ সদরের বরইতলীর নুর আলমের ছেলে সালামত উল্লাহ (২৪), মিয়ানমার মংডু বুচিদংয়ের সব্বির আহম্মদের ছেলে হারুন আমিন (১৯) ও একই এলাকার আলী আকবরের ছেলে আসমত উল্লাহ (১৮)। উদ্ধারকৃত আলামতসহ আটক ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।