কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত এক মহিলার মরদেহ উদ্ধার করেছ পুলিশ। তবে মহিলার পরিচয় পাওয়া যায়নি।
সড়ক দুর্ঘটনায় নিহত মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ ওসমান গনি বলেন, সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর আসে হোয়াইক্যং-শামলাপুর সড়কের পাশে এক মহিলার মরদেহ পড়ে রয়েছে।
এমন খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে কাজ চলমান রয়েছে বলে তিনি জানান।