কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল সংলগ্ন এলাকায় শীর্ষ সন্ত্রাসী জালাল উদ্দীন ওরফে লাশ জালাল ও তার সহযোগীরা অবস্থান করছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়। পরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন একটি বিশেষ অভিযান চালিয়ে জালালের সহযোগী লিয়াকতকে (৩৩) আটক করা হয়। এ সময় একটি দেশীয় একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ ও ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত সন্ত্রাসী কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ টেকনাফের শীর্ষ সন্ত্রাসী জালাল উদ্দীন ওরফে লাশ জালালকে সন্ত্রাসী কাজে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পাচারের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।












