টেকনাফে ইয়াবাসহ উম্মে সালমা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক সালমা টেকনাফ পৌর সভার নাইটং পাড়া (গোদার পাড়া) এলাকার আবু তাহেরের স্ত্রী। গত ৫ মে রাত অনুমান ১১ টার সময় টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম আবু তাহেরের বসত ঘরের খাটের নিচ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় স্ত্রী উম্মে সালমাকে আটক করা গেলেও স্বামী আবু তাহের কৌশলে পালিয়ে যান। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে। মাদক আইনে মামলা রুজু করার পর গত বৃহস্পতিবার তাকে কঙবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।