টেকনাফে আলীম পরীক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

টেকনাফে মতিউর রহমান নামে এক আলিম পরীক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। তিনি সাবরাং কোয়াইনছড়ি পাড়ার মৌলভী আবদুল করিমের পুত্র। গতকাল শনিবার রাত ১১টার সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান আহত মতিউরের ভাই মো. আব্দুর রহমান।

তিনি জানান, তার ভাই মতিউর রহমান টেকনাফের হ্নীলা রঙ্গীখালী মাদরাসা সেন্টার থেকে আলিম পরীক্ষায় অংশ নিতে রাতে মোটরসাইকেল যোগে রওনা দেন। পথিমধ্যে টেকনাফ- সাবরাং সড়কের ৮নং ওয়ার্ড এলাকার এনামুল হক এনাম মেম্বার ও কয়েকজন মিলে তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং গাড়ি থেকে নামিয়ে এনাম মেম্বারের অফিসে ঢুকিয়ে বেধড়ক মারধর করে আহত করে।

পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার জেলা সদরে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, ৬ নভেম্বর (আজ) ছিল আলিম বাংলা বিষয়ের প্রথম পরীক্ষা। সেটি আর দেওয়া হবে না।

এ বিষয়ে এনামুল হক এনাম মেম্বার বলেন, স্থানীয় নুরুল হক ভুট্টো হত্যার জের ধরে নিহতের আত্মীয়-স্বজনরা এক যুবককে মোটরসাইকেলসহ আমার অফিসে নিয়ে আসে। আমি আলিম পরীক্ষার্থী জানার পর উক্ত যুবককে চলে যেতে বলি। পরীক্ষা পরবর্তী কোন এক সময় পুরাতন বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে বসার ব্যবস্থার আশ্বাস দিই। কিন্তু উক্ত পরীক্ষার্থী অফিস থেকে চলে যাওয়ার পথে নিহত ভুট্টো স্বজনরা কোন ফাঁকে ফের মারধর করেছে বলে শুনেছি। এ হামলার ঘটনায় তিনি জড়িত নন বলেও দাবি করেন। টেকনাফ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. প্রণয় রুদ্র জানান, রাত ১১ টার সময় আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো ৪৮৩ দিনের আন্দোলন
পরবর্তী নিবন্ধপটিয়া-কর্ণফুলী-বোয়ালখালীতে যোগাযোগের নতুন সেতুবন্ধন