টেকনাফের কুতুপালং ক্যাম্প থেকে ৫ জন রোহিঙ্গা দুর্বৃত্তকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়। আটক রোহিঙ্গা দুর্বৃত্তরা হচ্ছে কুতুপালং ক্যাম্প জি/১৪ ব্লকের মৃত সুলতান মোহাম্মদের ছেলে (সাব-মাঝি) খালেদ হোসেন (৩৩), কুতুপালং ১/ইস্ট ক্যাম্প ই/১৩ ব্লকের মৃত আমির হোসেনের ছেলে মাস্টার সৈয়দ আমিন (৩৮), জি/১১ ব্লকের আবুল খায়েরের ছেলে মো. শাকের (৩৫), বি/৩ ব্লকের নূর বসরের ছেলে মোহাম্মদ কলিম (১৮) ও ডি/৫-ব্লকের মৃত রশিদের ছেলে ইলিয়াস (২২)।
কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) নাইমুল হক জানান, আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় তথাকথিত আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।