টেকনাফে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল শুক্রবার সকাল দশটায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরীর সভাপতিত্বে ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার শীর্ষক’ প্রতিপাদ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা ইন্সট্রাক্টর মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিব প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় মায়মুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, উপজেলা আদর্শ কেজির শিক্ষক–শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।