টেকনাফে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

টেকনাফে অস্ত্র ও গোলাবারুদসহ আব্দুর রহিম প্রকাশ মেজর নামে একজনকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক, ২টি ওয়ানশুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি হোয়াইক্যং ৮ নং ওয়ার্ড খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়ার জকির আহমদের ছেলে। গতকাল শুক্রবার বিকালে কঙবাজার র‌্যাব-১৫ এর ফেসবুক পেইজ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে র‌্যাবের টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল আব্দুর রহিমকে আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে পাহাড়ি গরুর চাহিদা বেশি
পরবর্তী নিবন্ধনৈর্ঋত