টেকনাফে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ১২:১২ অপরাহ্ণ

টেকনাফে দেশীয় অস্ত্র ও গুলিসহ মো. আইয়ুব নামের একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএনের সদস্যরা। সে উখিয়া হাকিমপাড়া ১৪নং ক্যাম্পের এ -ব্লকের জাফর আলমের ছেলে।

আজ মঙ্গলবার ভেররাত ৩টার সময় টেকনাফ শালবাগান ক্যাম্পের এ/৯ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

টেকনাফ ১৬ এপিবিএন সূত্র জানায়, শালবাগান এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের এ/৯ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা মো, আইয়ুবকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত রোহিঙ্গার হেফাজত হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) এবং ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নুর।

পূর্ববর্তী নিবন্ধতাইওয়ান ঘিরে আরও মহড়া চীনের
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে পলাতক আসামি গ্রেপ্তার