টেকনাফে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৬ এপিবিএন সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোররাতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ অভিযান চালানো হয়। জানা যায়, টেকনাফ নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী নুর হাসন (১৯) প্রকাশ বাইন্নাকে গ্রেপ্তার করে।
সে ব্লক-আই/৯ এক্সটেনশন নয়াপাড়া ক্যাম্পের মোস্তফা কামালের ছেলে। এসময় তার দেখানো মতে নুরালী পাড়াস্থ পাহাড়ের ঢালু থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ওয়ান শুটার গান (এলজি) , দুই রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য বলে জানান টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক। তিনি জানান, উক্ত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।