টেকনাফে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শামশুল হক আটক

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসী শামশুল হককে আটক করেছে নৌবাহিনী। রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তার শরীর ও আশপাশে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ২টি শর্টগানের তাজা গুলি এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, জিম্মি করে অর্থ আদায়, জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ টেকনাফ থানায় একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে ছিটকে পড়ল শতাধিক গ্যাস সিলিন্ডার, পিষ্টে নিহত পথচারী
পরবর্তী নিবন্ধ১০০ মেধাবী শিক্ষার্থী পেল মেয়র শিক্ষাবৃত্তি