টেকনাফে অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৪:৩৩ পূর্বাহ্ণ

টেকনাফের চাকমারকুল ক্যাম্পে অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে এপিবিএন ও সেনা সদস্যদের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
এপিবিএন জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ক্যাম্পের এ ব্লক-বি/৬ এর রশিদ উল্লাহর ঘরে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে রশিদ উল্লাহ কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় তার কোমরে গুঁজে রাখা একটি এলজি নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ অস্ত্র ও ১ রাউন্ড গুলি জব্দ করে।
পরে তার ঘরে থাকা ক্যাম্পের মো. সেলিমের ছেলে মো. জুবায়ের (১৯), আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. নুর আলম (২০), জামাল উদ্দিনের ছেলে মো. ইয়াকুব (২৭), ইসলামের ছেলে আমির হোসেন (৩০), আবু তাহেরের ছেলে রিদুয়ানকে (১৮) আটক করে। তাদের দেয়া তথ্যে আরো তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কঙবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত
পরবর্তী নিবন্ধচলতি বছরেই সারাদেশে উচ্চগতির ইন্টারনেট