টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ১২:৫৭ অপরাহ্ণ

টেকনাফের উনচিপ্রাং ২২নং ক্যাম্প থেকে অস্ত্রসহ জাহিদ হোসেন ও বদি আলম নামের দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ (এপিবিএন) সদস্যরা।

আজ রবিবার ভোররাতে রোহিঙ্গা ক্যাম্পের এ/১ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা
কথিত ‘‘ইসলাম গ্রুপ’’ এর সক্রিয় সদস্য বলে জানান টেকনাফস্থ ১৬ (এপিবিএন) আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক।

তিনি বলেন, রবিবার ভোররাতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ/১ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে কথিত ‘‘ইসলাম গ্রুপ’’ এর সদস্য রোহিঙ্গা সন্ত্রাসী ব্লক-এ/১ এর জাহিদ হোসেন ও ব্লক-সি/১ এর বদি আলমকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র শাটারগানসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদুর্ঘটনার চেয়ে গুলিতে বেশি মরছে যুক্তরাষ্ট্রের শিশুরা
পরবর্তী নিবন্ধচমেকে চিকিৎসাধীন হাজতির মৃত্যু