টেকনাফে অস্ত্রসহ কারবারি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা উলুচামারী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব১৫ এর সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মো. ইউনুস (৩০) উলুচামারী গ্রামের রুস্তম আলীর পুত্র। র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. . ফারুক এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, হ্নীলা ইউনিয়নস্থ উলুচামারী এলাকায় এক দল মাদক কারবারি ইয়াবা পাচারের জন্য অবস্থান করার খবর পেয়ে র‌্যাব১৫ এর সিপিসি২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ মো. ইউনুসকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্র কারবারিকে টেকনাফ থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া করণখাইন সার্বজনীন শান্তিধামে ঠাকুর রামচন্দ্র দেবের মহানামযজ্ঞ
পরবর্তী নিবন্ধবিমলেন্দু দাশ মিন্টু