টেকনাফে অর্ধলক্ষ ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ মে, ২০২১ at ৪:৩৭ অপরাহ্ণ

টেকনাফে ৫১ হাজার ৮শ’ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
আজ বৃহস্পতিবার (২৭ মে) ভোর রাত দেড়টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সাবরাং জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এ ইয়াবা জব্দ করা হয়।
টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম মিরাজুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সাবরাং জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে একজন ব্যক্তিকে মোটরসাইকেল যোগে সাদা রংয়ের বস্তা নিয়ে আসতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে টর্চলাইটের আলো এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়।
এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মেরিন ড্রাইভের পাশে সরু রাস্তা দিয়ে পাচারকারী মোটরসাইকেল যোগে পালিয়ে যায় এবং মোটরসাইকেল থেকে সাদা রংয়ের বস্তাটি নিচে পড়ে যায়। ফলে পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে পড়ে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৫১ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।
জব্দকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৯২
পরবর্তী নিবন্ধদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হালদায় মা মাছ ডিম ছেড়েছে