টেকনাফে অপহৃত মো. আলম (৫৪) নামে এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে টেকনাফ উনচিপ্রাং ২২ নং ক্যাম্পের ডি/২ ব্লক সংলগ্ন কাঁটাতারের বাইরের পাহাড়ের চূড়া হতে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, ৯ মার্চ বিকালে উনচিপ্রাং ২২ নং ক্যাম্পের (ব্লক-এ/৩ ঘর-৭৩) আব্দুস সালামের ছেলে মো. আলমকে (৫৪) অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। ঘটনার সংবাদ পেয়ে ভিকটিমকে উদ্ধারের লক্ষে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স কয়েকটি টিমে বিভক্ত হয়ে সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে গত ১০ মার্চ তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত সাহাব মিয়া টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পুডিবনিয়া রইক্ষাং গ্রামের আবুল হোসেনের ছেলে। টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।