টেকনাফে অপহৃত দুই যুবক উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৩ পূর্বাহ্ণ

টেকনাফে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। এরা হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলর্খালী চৌকিদার পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ (২৫) ও আলী আকবরের ছেলে আব্দুল হাফিজ (২০)। গতকাল রবিবার বিকেলে বাহারছড়ার গহীন অরণ্য থেকে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল হালিম জানান, ‘রবিবার দুপুর ২টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলর্খালী চৌকিদার পাড়া এলাকার রহমত উল্লাহ(২৫) ও আব্দুল হাফিজ(২০) গহীন পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ওঁৎপেতে থাকা অস্ত্রধারী মুখোশপরা অপহরণকারীরা তাদের অপহরণ করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে। এতে এক পর্যায়ে অস্ত্রধারী অপহরণকারীরা ভীত হয়ে অপহৃতদের রেখে দ্রুত গহীন অরণ্যের মাঝে আত্মগোপন করে। জেলা পুলিশের সদস্যগণ অপহৃত দুজনকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। পরবর্তীতে পরিবারের নিকট হস্তান্তর করে।

তিনি আরো জানান, অপহৃতদের মানসিক অবস্থার উন্নতির পর জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধমমতাজ বেগম
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সভা