টেকনাফে অপহৃত দুই ব্যক্তি উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ৩ মে, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় গভীর পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার দুজন হলেন টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জাহাজপুরা গ্রামের সরোয়ারের ছেলে রিদুয়ান (১৯) ও বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩২)

টেকনাফ মডেল থানার ওসি মো আবদুল হালিম জানান, গত ৩০ এপ্রিল সকাল সাড়ে ৬টার সময় টেকনাফ থানাধীন বাহারছড়া ইউপির জাহাজপুরা সাকিনের পাহাড়ের পাদদেশে পানের বরজে কাজ করতে গেলে ৮/১০ জন সন্ত্রাসী দুই ব্যক্তিকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে মারধর করে ও পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গত সোমবার সন্ধ্যায় পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় অভিযান পরিচালনা করে জাহাজপুরা গহীন পাহাড়ের ভিতর হতে ভিকটিমদের উদ্ধার করে। পরবর্তীতে তাদের পরিবারের সহায়তায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে এনে চিকিৎসা প্রদান করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি মো. আবদুল হালিম।

পূর্ববর্তী নিবন্ধএবার কন্টেনার স্ক্যানার মেশিন কিনছে চট্টগ্রাম বন্দর
পরবর্তী নিবন্ধইউএসটিসির সমাবর্তন আজ