টেকনাফে অপহরণ চক্রের সদস্য আটক

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

টেকনাফে দুই কৃষক অপহরণ মামলার আসামি নুরুল আমিন (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোররাত সাড়ে ৩টার সময় টেকনাফ বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান।

এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরি এলজি ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক নুরুল আমিন হ্নীলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পানখালী গ্রামের মোস্তফা কামালের ছেলে। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমান জানান, টেকনাফ বাহারছড়া জাহাজপুরা এলাকা থেকে অপহৃত দুই কৃষক রিদওয়ান ও রহিম উদ্দিনকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে ওই উদ্ধার করা দুইজনের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার (গতকাল) রাত সাড়ে ৩টার দিকে অপহরণকারী চক্রের সদস্য নুরুল আমিনকে নোয়াখালী জুম্মাপাড়া পাহাড়ি এলাকা থেকে অভিযান পরিচালনা করে আটক করা হয়। অপহরণ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধনগর মহিলা দলের পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ২ জনের সাত বছর করে কারাদণ্ড