টেকনাফে অপহরণকারীদের আস্তানা থেকে পালিয়ে এলেন এক ব্যক্তি

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে অপহৃত সংকুচিং চাকমা (৫৫) নামে এক উপজাতি কৃষক অপহরণকারীদের আস্তানা থেকে পালিয়ে এসেছেন। পুলিশ জানায়, রোববার সকালে অপহৃত ব্যক্তি নিজ বাড়িতে ফিরে আসেন। এর আগে গত শনিবার দুপুরে বাহারছড়া উপকূলীয় পাহাড়ি এলাকায় কৃষিকাজ করার সময় অপহরণকারীরা এসে গুলিবর্ষণ করে সংকুচিং চাকমাকে অপহরণ করে। ওইসময় বাহারছড়া চৌকিদার পাড়া এলাকার বাসিন্দা এবাদুল্লাহ আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন। ভুক্তভোগী সংকুচিং চাকমা বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার বাসিন্দা। তার পালিয়ে আসায় পরিবারে স্বস্তি ফিরেছে।

স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার পর পাহাড়ি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পাহাড়ি এলাকায় টহল জোরদার করেছে। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘শনিবার দুপুরে পাহাড়ে কাজ করতে গিয়ে এক উপজাতি ব্যক্তি অপহরণের শিকার হন। এরপরই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রোববার সকালে অপহৃত ব্যক্তি নিজ বাড়িতে ফিরে এসেছেন। অপহরণ চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।’

পূর্ববর্তী নিবন্ধশাশুড়িকে ব্ল্যাকমেইলের অভিযোগ, জামাতা ও মেয়ে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু