টেকনাফে অটোরিকশা চালককে অপহরণ

১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

টেকনাফে কামরুল হাসান (২৫) নামের এক অটোরিকশা চালককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার সময় টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের শিবা বাঁশ তলায় এ ঘটনা ঘটে। অপহৃত কামরুল হাসান উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার জাফর আলমের ছেলে। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, অপহরণের শিকার অটোরিকশা চালক কামরুল হাসানকে তার ব্যবহৃত মোবাইলে ভাড়া যাওয়ার জন্য এক মহিলা লেদা রোহিঙ্গা ক্যাম্পে ডাকে। সে তার আর এক সহযোগী রাসেলসহ সেখানে যায়। মহিলা যাত্রী অটোরিকশায় উঠে আর একটু দূরে এইচ ব্লকের শিবা বাঁশ তলায় অন্য একজন যাত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা বলে সেখানে নিয়ে যায়। মহিলা যাত্রী সেখানে নামার সাথে সাথে কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী অটোরিকশা চালককে ধরে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে তার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে পিতা জাফর আলমকে ১০ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য কয়েকদফা মোবাইল করেন। এ বিষয়ে চিহ্নিত কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসীদের অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে অপহৃত কামরুল হাসানের পিতা জাফর আলম। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, লেদা রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের আলোচিত রোহিঙ্গা ডাকাত সৈয়দ হোসেন প্রকাশ পুতিয়া বাহিনীর সদস্যরা তাকে অপহরণ করেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, বিষয়টি নজরে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধম্যারাডোনার মৃত্যু তদন্তে অভিযুক্ত ৭
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু