টেকনাফের সাবেক সাংসদ মোহাম্মদ আলীর ইন্তেকাল

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৯:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। এই রাজনৈতিক নেতার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৫৫মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ফুলের ডেইলের মরহুম হাজী আমির হোছনের পুত্র অধ্যাপক মোহাম্মদ আলী (৭৩) নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে, ১মেয়ে, নাত-নাতিনী, আত্নীয়-স্বজন, রাজনৈতিক নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাদে আছর হ্নীলা সড়ক ও জনপদ বিভাগের স্টক ইয়ার্ড মাঠে নামাজে জানাজা-পূর্ব স্মৃতিচারণ করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কুতুবদিয়া-মহেশখালীর আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, প্রমুখ। এরপর কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও পুষ্পস্তবক প্রদান করে সম্মান জানানো হয়। শেষে জানাজা শেষে দরগাহ গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এলাকার আত্নসামাজিক উন্নয়নের লক্ষ্যে গরীব-দুঃখী মেহনতি মানুষের সমর্থনে ১৯৮৪সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন করে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। একাধারে তিনি ১৯৯৬সালের ১২ই জুন পর্যন্ত টানা ৩ বার হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯১, ১৯৯৬ ও ২০০১সালে উখিয়া-টেকনাফ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করলেও ১৯৯৬সালে তিনি কক্সবাজার তথা দক্ষিণ চট্টগ্রামের একমাত্র আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেন। এছাড়া তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে তিনি ৩বার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ-গ্রহণ করেন।
তিনি বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক, যুগ্ম সম্পাদক, যুগ্ম আহবয়ক, সহসভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি এবং মৃত্যুবরণকাল পর্যন্ত টেকনাফ উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধঅভিনন্দন, শাহীন আখতার
পরবর্তী নিবন্ধবিষ ঢেলে এক মালিকের দুই প্রজেক্টের মাছ নিধন