টেকনাফের আলোচিত শীর্ষ ইয়াবা গডফাদার ও একাধিক মামলার পলাতক আসামি মো. রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার সাবরাং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৌলভী আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, অপহরণ ও মাদক পাচারসহ অর্ধডজন মামলা রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার সময় টেকনাফ মডেল থানার এসআই বুলবুলের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত ইয়াবা গডফাদার ও শীর্ষ সন্ত্রাসী, একাধিক মামলার পলাতক আসামি রাসেলকে গ্রেপ্তার করে।