টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে ৩০ ঘর

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ ঘটনায় গত রাত ১২টা পর্যন্ত অন্তত ২৫৩০ টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। তখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। গতকাল রোববার রাত সাড়ে ১০ টার টেকনাফের লেদা ও আলীখালীর ২৪২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টেকনাফের লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম রাত পৌনে ১২টার দিকে বলেন, ক্যাম্পের বাসিন্দা ফাতেমার ঘর থেকে ফোনে চার্জ দেওয়ার সময় শর্ঠ সার্কিট থেকে আগুন লাগে বলে জেনেছি প্রাথমিকভাবে। এতে চারদিকে আগুন ছড়িয়ে পরে। অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসও কাজ করে।

লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম জানান, হঠাৎ করে তার শিবিরে আগুন জ্বলে উঠে। ফায়ার সার্ভিস পৌঁছে কাজ করছে। পাশাপাশি আমারও লোকজনকে ছড়িয়ে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু এরমধ্য ২৫৩০টির বেশি ঘরবাড়ি পুড়ে যায়। তখনো আগুন নেভানোর যায়নি।

১৬আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার বলেন, আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে পরবর্তী বিস্তারিত তথ্য জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত লরির পেছনে কারের ধাক্কা, যুবদল নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধএনসিপি ছাড়লেন তাজনূভা জাবীন