কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তিন ‘অপহরণকারীকে’ গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার র্যাব–১৫ কঙবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক বলেন, শুক্রবার মধ্যরাতে সদর ইউনিয়নের লেঙ্গুরবিল হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. কাসিমের ছেলে মো. হামিম (২১), ঘোনার পাড়া ১৯ নম্বর ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে আরাফাত উল্লাহ (২৬) এবং লেঙ্গুরবিল হাতিয়ারঘোনা এলাকার জাফর আলমের ছেলে আকতার হোসেন (৩৪)। খবর বিডিনিউজের।
র্যাব কর্মকর্তা বলেন, মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে অনেককে টেকনাফে নিয়ে আসা হয়। পরে তাদের গহীন জঙ্গলে জিম্মি করে রেখে অর্থ আদায় করে অপহরণকারীরা। এ রকম আটক তিনজন শুক্রবার সকালে কৌশলে গোপন আস্তানা থেকে পালিয়ে আসেন।
পরে তারা ঘটনার ব্যাপারে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের অবহিত করে। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার মধ্যরাতে র্যাবের একটি দল অভিযান চালায়। তখন র্যাবের উপস্থিতি টের পেয়ে সাত থেকে আটজন পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে বলে জানান আ ম ফারুক।