টেকনাফের পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর অভিযান, একজন আটক

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়াহোয়াইক্যং পাহাড়ি এলাকায় অপহরণকারী চক্র নির্মূলের লক্ষ্যে যৌথ বাহিনী বড় ধরনের একটি অভিযান পরিচালনা করেছে। অভিযানে মোহাম্মদ ইউনুছ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী পূর্ব পাড়ার বাসিন্দা মো. হাসান মিয়ার ছেলে।

গতকাল মঙ্গলবার দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকা থেকে অপহরণকারীদের সম্ভাব্য আস্তানা শনাক্ত করতে গহীন পাহাড়ে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. আফজাল হোসেন ভূঁইয়া। এতে অংশ নেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস, র‌্যাব১৫ এর একটি আভিযানিক দল, কঙবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কক্সবাজার জেলা পুলিশের সদস্যরা।

জানা যায়, যৌথ বাহিনী চৌকিদার পাড়া থেকে হোয়াইক্যং মিনাবাজার পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ দুর্গম পাহাড়ি পথে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাহাড়ের ভেতরে ডাকাত ও অপহরণকারীদের ব্যবহৃত তিনটি ডেরা শনাক্ত করা হয়। এসব ডেরা থেকে রাইফেলের পাঁচটি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

অভিযানের ফলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পাহাড় থেকে তাড়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী নয়াপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে টেকনাফ থানা পুলিশ আটক ব্যক্তিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের কর্মকর্তা জমির উদ্দিনের হেফাজতে নেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধ‘শহীদী শপথ’ নিয়ে ৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার চাইল ইনকিলাব মঞ্চ
পরবর্তী নিবন্ধজমিয়তে উলামায়ের সঙ্গে চার আসনে সমঝোতা বিএনপির