টেকনাফের দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা

র‌্যাবের অভিযান

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৬:৫৫ পূর্বাহ্ণ

টেকনাফে রঙ্গীখালি এলাকার দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব১৫ এর একটি দল। গতকাল শুক্রবার রাত থেকে ওই পাহাড় ঘিরে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, অস্ত্র কারখানা ও ডাকাত আস্তানার তথ্য পেয়ে নজরদারি করছিল র‌্যাব। একপর্যায়ে গতকাল শুক্রবার রাতে অভিযান শুরু করা হয়। যা এখনো চলমান রয়েছে। ওই কারখানা থেকে কত সংখ্যক অস্ত্র উদ্ধার হয়েছে এবং গ্রেপ্তারের তথ্য অভিযান শেষে জানা যাবে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজিতে বাধা দেয়ায় হামলা
পরবর্তী নিবন্ধচলন্ত বাসে কলেজ শিক্ষার্থীর মোবাইল ছিনতাই